অসংসদীয় আচরণের অভি.যোগ! লোকসভা থেকে সাস.পেন্ড কংগ্রেস সাংসদ অধীর

0
1

বিরোধীরা সংসদে সুর চড়ালেই নেমে আসছে শাস্তির খাঁড়া। এবার অসংসদীয় আচরণের অভিযোগে লোকসভা (Loksabha) থেকে সাসপেন্ড করা হয়েছে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhuri)। শুক্রবার লোকসভা অধিবেশনের শেষদিন। তার আগের দিনই অধীরকে সাসপেন্ড করা হয়। সংসদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। ওই কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন কংগ্রেস সাংসদ।

লোকসভায় অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড প্রসঙ্গে মোদি সরকারের তীব্র বিরোধিতা করলেন তৃণমূল কংগ্রেসের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে তাই বলে মোদি বিরোধী কথা বলা মানেই তাঁর সঙ্গে এরকম আচরণ করা হবে এটা কখনোই সমর্থনযোগ্য নয়।। তিনি বলেন, অধীরকে সাসপেন্ড করা অন্যায় হয়েছে। ভারতবর্ষের গণতন্ত্রের খুবই খারাপ দিন এসে গেছে।