বড়সড় প্রশ্নের মুখে এবার কেন্দ্রের আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা। উপভোক্তার সংখ্যা হোক কিংবা কোটি কোটি টাকার পরিষেবা, নরেন্দ্র মোদির সাধের এই প্রকল্প নিয়ে এবার ভাঁওতাবাজির অভিযোগ উঠল। সূত্রের খবর, কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্পে ব্যাপক বেনিয়মের ধরতে পেরেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া (ক্যাগ)। আর সেই রিপোর্ট সংসদে জমা পড়তেই শুরু হয়েছে তোলপাড়।
আরও পড়ুনঃ ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আ.গুন! ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের সরঞ্জাম
রিপোর্ট বলছে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, হরিয়ানায় ‘মৃত’ রোগীরাও নাকি বেঁচে উঠে কোটি কোটি টাকার চিকিৎসা পরিষেবা নিয়েছেন। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কেরলেও দেখা গিয়েছে এমন আজব কাণ্ড! বেনিয়মের এখানেই শেষ নয়। দেশজুড়ে ১০ লক্ষের বেশি ভুতুড়ে উপভোক্তার নাম নথিভুক্ত করানো হয়েছে ভুয়ো মোবাইল নম্বর দিয়ে। কার্ড করতে আধার নম্বরেও কারচুপি করা হয়েছে। একই আধার নম্বর দিয়ে একাধিক কার্ড!
প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভুয়ো ব্যক্তিরা কোটি কোটি টাকার পরিষেবা নিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, নথিভুক্ত হাসপাতালের অপ্রতুলতা, রাজ্যগুলিকে দেওয়া বরাদ্দ পড়ে থাকার মতো তথ্যও উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। গোটা বিষয়টি সামনে আসতেই ‘বিরাট দুর্নীতি’ আখ্যা দিয়েছে বিরোধীরা। ক্যাগ রিপোর্ট সামনে আসতেই খুব স্বাভাবিকভাবেই ফাঁপড়ে পড়েছে কেন্দ্রের মোদি সরকার ও বিজেপি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.