তৃণমূল কংগ্রেসের (TMC) পঞ্চায়েত বোর্ড গঠনে গুলি বোমার রাজনীতি বিজেপির (BJP) । দিনহাটার সাহেবগঞ্জ থানার শালমারা এলাকার ঘটনায় উদ্বিগ্ন মন্ত্রী সেখানে পৌঁছতেই তাঁর কনভয়ে হামলা করা হল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) কনভয়ের সামনে বোমাবাজি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এরপরই কালো ধোয়ায় থেকে যায় রাস্তা। মন্ত্রী উদয়ন গুহ গাড়ি থেকে নেমে পড়লে পুলিশ নিরাপত্তা রক্ষীরা মন্ত্রীকে ঘিরে ফেলেন। সাহেবগঞ্জ থানার পুলিশ (Sahebganj Police Station) ঘটনার তদন্ত নেমে বোমার খোল উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে।
নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে সকাল থেকেই ছিল উত্তপ্ত ছিল এলাকা। নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না গেরুয়া শিবির আজকের ঘটনায় ফের স্পষ্ট হল। তৃণমূল কংগ্রেস এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলেও বিজেপি বাধা দেওয়ার চেষ্টা করছিল সকাল থেকেই। অভিযোগ রাস্তায় জমায়েত করে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। এলাকায় অশান্তির খবর পেয়ে যখন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা থেকে শালমারার দিকে যাচ্ছিলেন তখন বোমাবাজি হয় বলে অভিযোগ। ফের মন্ত্রী শালমারা থেকে দিনহাটা ফেরার সময় কনভয়ের সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বিজেপি বোমাবাজি করেছে।