মুম্বইয়ে নামী সংস্থার CEO অপহরণ, অভিযুক্ত শিণ্ডের শিবসেনার বিধায়ক পুত্র

0
1

মাথায় বন্দুক ঠেকিয়ে নামী সংস্থার সিইও-কে(CEO) অপহরণ বাণিজ্য নগরী মুম্বইয়ে(Mumbai)। আর এই ঘটনায় যুক্ত একনাথ শিণ্ডের(Eknath Shinde) শিবসেনা(Shivsena) শিবিরের এক বিধায়ক(MLA) পুত্র। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মারাঠা রাজনীতিতে। অভিযোগ, এই অপহরণ কাণ্ডের মুল মাথা বিধায়ক প্রকাশ সার্ভের(Prakash Sharve) পুত্র রাজ সার্ভে। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। এরপরই তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, গত বুধবার ঘটনাটি ঘটে গোরেগাঁওয়ে অবস্থিত এক নামী মিউজিক কোম্পানির অফিসে। ১০ থেকে ১৫ জন যুবক চড়াও হন সংস্থার অফিসে। মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয় মিউজিক কোম্পানির সিইও রাজকুমার সিং-কে। খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। উদ্ধার করা হয় সিইও-কে। রাজকুমার অভিযোগ করেছেন, দহিসারে বিধায়ক প্রকাশের অফিসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে বেশ কিছু কাগজে সই করানো হয়। গোটা ঘটনা ঘটেছে বিধায়কপুত্র রাজ সার্ভের নেতৃত্বে।

গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ এফআইআর দায়ের করেছে অভিযুক্ত রাজ সার্ভে, আদি শক্তি প্রাইভেট লিমিটেড মিউজিক কোম্পানির মালিক মনোজ মিশ্র-সহ ১০ জনের বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, আদি শক্তির ইউটিউব চ্যনেলকে ৮ কোটি টাকা ঋণ নিয়েছিল। বিনিময়ে কনটেন্ট তৈরি করার কথা ছিল তাদের। তবে চুক্তি অনুযায়ী কনটেন্ট সাপ্লাই করা হয়নি। বরং এই চুক্তি বানচাল করতে উঠেপড়ে লাগে আদি শক্তি প্রাইভেট লিমিটেড মিউজিক কোম্পানি। সেখান থেকেই সমস্যার সূত্রপাত বলে জানা গিয়েছে।