কবে থেকে মিলবে বিশ্বকাপের টিকিট? দিন ঘোষণা করল ICC

0
3

ভারতের মাটিতে আয়োজিত একদিনের বিশ্বকাপের টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে, তা নিয়ে অপেক্ষা ক্রমশ বাড়ছিল। ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিয়ে বুধবার আইসিসি জানিয়ে দিল, আগামী ২৫ অগাস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে।

স্বাভাবিকভাবেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা সবথেকে বেশি। তবে অনলাইনে টিকিট কেনার জন্য বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। যাঁরা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে ইচ্ছুক, তাঁদের ১৫ অগাস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করেত হবে। টিকিটের চাহিদা কেমন তাতে এতে বোঝা যাবে। এবং তার উপর ভিত্তি করেই চিকিট বিক্রি শুরু হবে। আইসিসি আগেই জানিয়েছিল, অনলাইনে টিকিট কিনলেও, এবার দর্শকদের ছাপা টিকিটও সংগ্রহ করতে হবে। তাহলেই স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাওয়া যাবে।

আরও পড়ুন- এবার পথ নিরাপত্তায় পড়ুয়াদের পাঠ দেওয়া শুরু করল কলকাতা পুলিশ