টার্গেট বিজেপি, বাংলায় ল.ড়াই কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধেও: I.N.D.I.A. জোট নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা

0
1

I.N.D.I.A. জোটে একসারিতে তৃণমূল, কংগ্রেস, সিপিএম। এই নিয়ে তীর্যক মন্তব্য করে গেরুয়া শিবির। বুধবার, ঝাড়গ্রামের আদিবাসী দিবস পালনের অনুষ্ঠান মঞ্চ থেকে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাংলায় বাম-কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করেন মমতা। স্পষ্ট বার্তা দেন, বিজেপির সঙ্গে তাঁদের লড়াই চলছেই। তবে বাংলায় লড়াই কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধেও। ফের মমতার মুখে জগাই-মাধাই-গদাই কটাক্ষ।

INDIA জোট গঠনের পরে সঙ্গীদের প্রতি সরাসরি আক্রমণ করেননি তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই সৌজন্য দেখায়নি বাংলার বাম (Left)-কংগ্রেস (Congress)। লাগাতার মমতাকে সমানে আক্রমণ করে যাচ্ছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। উল্টে পঞ্চায়েত নির্বাচনের পরে বিজেপির সঙ্গে অশুভ আঁতাঁত করে বিভিন্ন জায়গায় বোর্ড গঠন করছে বাম-কংগ্রেস। এই ঘটনা স্বভাবতই ক্ষুব্ধ মমতা। সেকারণেই এদিন ফের রাম-বামকে একাযোগে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “দুর্ভাগ্যের বিষয় ওখানে জাতীয় স্তরে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া। জগাই-মাধাই-গদাই, বিজেপির কোলে বসে আছে। লজ্জা করে না। মানুষের তো একটা নীতি থাকে। সেই নীতিটা মেনে চলতে হয়। আমাদের লড়াই সিপিএমের বিরুদ্ধে বাংলায়। কংগ্রেসের বিরুদ্ধে বাংলায়, যদি এরকম করতে থাকে ওরা। আর বিজেপির বিরুদ্ধে তো লড়াই থাকবেই।”

আরও পড়ুন- পাওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেয়নি কংগ্রেসের পরিবারতন্ত্র, ‘হাত’কে তোপ মোদির