পশ্চিমবঙ্গের শিক্ষানীতিতে (State Education Policy)সেমেস্টার পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব দেওয়া হয়েছিল মন্ত্রীসভায়। তা অনুমোদন পেয়েও ছিল। এবার সরাসরি তার কার্যকরী প্রয়োগ হতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West bengal board of higher secondary education)তরফে জানানো হয়েছে যে ২০২৪ শিক্ষাবর্ষে যে সব পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবেন তাঁদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে এবং সেমেস্টার পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। একাদশ শ্রেণিতে দু’টি এবং দ্বাদশ শ্রেণিতে দু’টি সেমেস্টার হবে। এই পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করে প্রথম ফলাফল ঘোষণা হবে ২০২৬ সালে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে, ২০২৪ সালের নভেম্বরে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার হবে। পরের বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার হবে। তারপর নভেম্বরে হবে ক্লাস টুয়েলভের প্রথম সেমেস্টার। ২০২৬ সালের মার্চে হবে ওই ক্লাসের দ্বিতীয় সেমেস্টার। এই দুই সেমেস্টারের উপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ২০২১ সালে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন যাতে সেমেস্টার পদ্ধতিতে হয় সেই প্রস্তাব রাজ্যকে দেয় সংসদ। এ বার তাতে অনুমোদন মিলেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেমেস্টার পদ্ধতি চালু করা সম্ভব নয়। কারণ সেক্ষেত্রে পাঠ্যসূচি ভাগ করতে হবে। তাই ২০২৪ সালে যে পড়ুয়ারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাঁরা এই নিয়মের আওতায় পড়বেন।