বেসরকারি হাসপাতালেও অস্ত্রোপচার করতে পারেন সুজয়কৃষ্ণ ভদ্র! অনুমতি হাই কোর্টের

0
3

দীর্ঘ টালবাহানার পর শেষমেশ সুজয়কৃষ্ণ ভদ্রের অস্ত্রোপচারের জন্য অনুমতি দিল হাই কোর্ট। ইডির তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতাল থেকেও চিকিৎসা করাতে পারবেন তিনি। হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ বিষয়ে সুজয়কৃষ্ণের আবদেন মঞ্জুর করেছেন।


আরও পড়ুনঃসুজয়কৃষ্ণর  জন্য জোকা ইএসআই হাসপাতালেই মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন ইডির

এর আগে একাধিকবার সুজয়কৃষ্ণ আদালতে জানিয়েছিলেন তিনি অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য তাঁকে জামিন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। তাঁর অস্ত্রোপচার করাতে হলে তা সরকারি এসএসকেএম হাসপাতালেই করতে হবে বলে জানিয়ে দিয়েছিল আদালত।এ বিষয়ে সুজয়কৃষ্ণের অস্ত্রোপচারের জন্য এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। বুধবার সে বিষয়ে ইডিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল আদালত।

এদিন আদালতে ইডি জানায় রিপোর্ট দিয়ে জানানো হয়, সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচার করার প্রয়োজন।সেটা বেসরকারি হাসপাতালে হলেও তাদের কোনও আপত্তি নেই। এরপরেই বেসরকরি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য সুজয়কৃষ্ণের আবেদন মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।