মোদি জমানায় রেলমন্ত্রকের কীর্তি। মদ্যপ অবস্থায় ট্রেন চালাচ্ছিলেন দুই চালক। সিগন্যাল উপেক্ষা করে ট্রেন কখনও এগোচ্ছিল, পিছোচ্ছিল। আতঙ্কিত যাত্রীরা ঝাঁপিয়ে নেমে পড়েন। লাইন ধরেই ছুটে আসেন ইঞ্জিনের কাছে। দেখেন দুই চালকই মদ্যপ, টলছেন। এরপর কোনওরকমে ট্রেন থামিয়ে দু’জনকেই ট্রেন থেকে নামিয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়। ঘটনা রামপুরহাটে। হাওড়া-জয়নগর প্যাসেঞ্জারে। ভাবুন, যাত্রী নিরাপত্তা কাদের হাতে?
আরও পড়ুন- SKY-এর দুরন্ত ইনিংস, জয়ে ফিরল টিম ইন্ডিয়া, ক্যারিবিয়ানদের হারাল ৭ উইকেটে






































































































































