সাতসকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন আতঙ্কে উত্তেজনা ছড়াল । কালো ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, মেট্রো স্টেশনের উপরের রিসার্ভেশন অফিসের উপরে থাকা কুলিং টাওয়ারে আগুন লেগে যায়। তার থেকেই চারদিকে কালো ধোঁয়ায় ভরে যায়।ঘটনার খবর পেতেই পৌঁছন দমকল কর্মীরা। ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক।
আরও পড়ুনঃট্রেন চালাচ্ছে দুই ম.দ্যপ! নামিয়ে দেওয়া হল চালকদের, চাঞ্চল্য হাওড়া-জয়নগর প্যাসেঞ্জারে
মেট্রো স্টেশনে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দেড় ঘণ্টার চেষ্টায় প্রায় সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দোতলার যেখানে আগুন লেগেছিল, তার উৎসস্থলে পৌঁছতে পেরেছেন দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লেগেছে। পরে সেই ধোঁয়া মেট্রো সুড়ঙ্গপথে ছড়িয়ে যায়। আগুন যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তার জন্য অফিসের জানলা ভাঙা হয়েছে। সকাল আটটায় রিজার্ভেশন অফিস খোলার কথা। কিন্তু তার আগেই আগুন লেগে যায়। আগুন লাগার সময় অফিসের ভিতর কেউ ছিল না। তবে আগুন লাগার ফলে অফিসের ভিতরের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রিজার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লেগেছে। তিনি বলেন, ‘‘এখানে যাত্রীরা সকলে সুরক্ষিত। যাত্রী পরিষেবার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।রিজার্ভশন অফিসের উপরে থাকা কুলিং টাওয়ার থেকে আগুন লেগেছে। সেই ধোঁয়া মেট্রো স্টেশন চত্বরে দেখা যায়। যাত্রীদের অনুরোধ করছি তাঁরা যেন আতঙ্কিত না হন।’’