প্রতিবেশীকে বাবা বানিয়ে জাতি শংসাপত্র জালিয়াতি! বিপাকে বিজেপি প্রার্থী

0
4

জাতি শংসাপত্রে(Cast Certificate) গলদ খোদ বিজেপি প্রার্থীর(BJP Candidate), এমনই অভিযোগ সামনে এসেছিল মালদহের(Maldah) হবিবপুর পঞ্চায়েত সমিতির ধুমপুরের বিজেপি প্রার্থী সুলেখা সিংয়ের বিরুদ্ধে। ভোটের আগে প্রতিবেশীকে বাবা বানিয়ে রাতারাতি জাতি সংশাপত্র বার করিয়েছিলেন তিনি। এরপর ভোটে জিতেও যান তিনি, কিন্তু শেষ রক্ষা হল না। তৃণমূল(TMC) প্রার্থী পূর্ণিমা দেবী বিডিওর কাছে অভিযোগ করেন যে সংরক্ষিত আসনটির জয়ী বিজেপি প্রার্থীর বাবার বাড়ি ওড়িশায়। এখানে বাড়ির কাছাকাছি থাকা কোন এক প্রতিবেশীকে বাবা বানিয়ে তিনি জাতি শংসাপত্র পেয়েছেন। এই অভিযোগের পরই তদন্তে নামেন এলাকার জয়েন্ট বিডিও। আর এই জয়েন্ট বিডিওর সরেজমিন তদন্তের পরই মালদহের সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এদিন বিজেপি প্রার্থীর জাতি সংশাপত্র বাতিল করেছেন।

জাতি সংশাপত্র বাতিল হওয়ার ফলে পঞ্চায়েত সমিতির সদস্যপদ থাকবে কিনা এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কারণ ওই পঞ্চায়েত সমিতিতে একটি মাত্র আসনের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছিল বিজেপি। এই ঘটনার ফলে যদি ওই বিজেপি প্রার্থীর সদস্যপদ খারিজ হয় তাহলে পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু হয়ে যাবে। তৃণমূলের তরফ থেকে মনে করা হচ্ছে যে, যেহেতু সংরক্ষিত আসনে জয়ী বিজেপি প্রার্থীর জাতি সংশাপত্র বাতিল হয়েছে তার ফলে তিনি আর কোনও ভাবেই সমিতির সদস্য হতে পারবেন না। ১৪ই আগস্ট বোর্ড গঠনের বৈঠক রয়েছে, সেখানে কী হবে সেই নিয়ে ধন্দে গেরুয়া শিবিরও।