রাজ্য সরকারের কর্মীদের যাতে কোনও অসুবিধা না হয় সেইদিকে সজাগ দৃষ্টি রাজ্যের মুখ্যমন্ত্রীর (CM)। বরাবরই রাজ্যের মানুষের সুস্থতার কথা মাথায় রেখে একাধিক সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার নবান্নে (Nabanna)এক নয়া উদ্যোগ। ব্লাড প্রেশার থেকে বিলিরুবিন টেস্ট (Blood Pressure to Bilirubin Test)এবার সবটাই নীল সাদা বাড়িতে। একসঙ্গে ৫০ টিরও বেশি টেস্ট করা যাবে একই জায়গায়। বাদ পড়ছে না প্রেগন্যান্সি পরীক্ষাও। খুব শীঘ্রই নবান্নে (Nabanna) চালু হতে চলেছে ক্লাউড ক্লিনিক হেলথ কিয়স্ক ( Cloud Clinic Health Kiosk)।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সুগার, প্রেশার পরীক্ষা করার পাশাপাশি এবার কোভিড অ্যান্টিজেন ও অ্যান্টিবডি তেস্ত, ম্যালেরিয়া, ডেঙ্গি, টাইফয়েড, হেপাটাইটিস বি ও সি, চিকুনগুনিয়ার পরীক্ষাও করা হবে। এখানেই শেষ নয় বিভিন্ন ধরণের ব্লাড টেস্টও করা যাবে। রক্তে বিলিরুবিন, ক্রিয়েটিনিন, মাইক্রোঅ্যালবুমিন, লিউকো সাইটস, পিএইচ, প্রোটিন, নাইট্রেট, গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন-সহ ডিজিট্যাল হেলথ রেকর্ড বিএমআই – সব পরিষেবাই দেবে নবান্ন । এই ক্লাউড ক্লিনিক হেলথ কিয়স্কে ব্যাটারি থাকবে। একবার চার্জ দিলে টানা দুদিন চলবে। তাই বিদ্যুৎ না থাকলেও পরিষেবা প্রদানে কোনও সমস্যা নেই। টেস্ট করাবার পর রোগীর রিপোর্ট PDF ফরম্যাটে হোয়াটসঅ্যাপে পাঠানো হবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। চাইলে থার্মাল প্রিন্টারের মাধ্যমে টেস্ট রিপোর্টের হার্ড কপিও পেতে পারেন আপনি।










































































































































