অবশেষে জয়ে ফিরল ভারতীয় দল। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ৭ উইকেটে জিতল হার্দিক পান্ডিয়ারা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে টিকে থাকল টিম ইন্ডিয়া। সিরিজের ১-২ পিছিয়ে হার্দিকরা। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৮৩ রানে করেন তিনি। ভারতের হয়ে প্রথম টি-২০ ম্যাচে নেমে ব্যর্থ যশস্বী জসওয়াল।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪২ রান ব্রান্ডন কিং। ৪০ রানে অপরাজিত রভমান পাওয়েল। ২৫ রান করেন মায়ার্স। ২০ রান করেন নিকোলাস পুরান। ৯ রান করেন হিটম্যায়ার। ভারতের হয়ে তিন উইকেট নেন কুলদীপ যাদবের। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমারের।
জবাবে ব্যাট করতে নেমে সহজে তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্য SKY-এর দুরন্ত ইনিংস। ৮৩ রান করেন সূর্য। তবে ব্যাট হাতে ব্যর্থ দুই ওপেনার যশস্বী-শুভমন। ১ রান করেন যশস্বী। ৬ রান করেন শুভমন গিল। ৪৯ রানে অপরাজিত তিলক ভর্মা। ২০ রানে অপরাজিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ক্যারিবিয়ানদের হয়ে দুই উইকেট নেন জোসেপ। একটি উইকেট নেন ম্যাককয়।
আরও পড়ুন:কেন অবসর ভেঙে ফিরলেন ক্রিকেটে? সিএবি সভাপতিকে পাশে বসিয়ে জানালেন মনোজ