আবহাওয়া দফতের পূর্বাভাস মতোই সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে চলছে বৃষ্টি। কলকাতায় এদিন সকাল থেকেই মেঘলা আকাশ, সেই সঙ্গে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরের জেলাগুলি থেকেও বৃষ্টির খবর এসেছে। মৌসুমী অক্ষরেখা ভাগলপুর, মালদা, মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার ওপর বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

সোমবারের পর মঙ্গল ও বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের কয়েকটি জেলায়। এর মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কিছু এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে৷ দক্ষিণের সব জেলাতেই থাকছে হলুদ সতর্কতা। তবে সোমবারের তুলনায় আজ মঙ্গলবার কিছুটা কমবে বৃষ্টি। উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরের প্রায় সব জেলাতেই মঙ্গলবারও হলুদ সতর্কতা থাকছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দুই ২৪ পরগনাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম থাকবে। চলতি মরসুমে দক্ষিণে বৃষ্টির ঘাটতি চলছিল। এই ক’দিনের বৃষ্টিতে তা অনেকটাই মিটবে বলেও আশা করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তের জেরে এই দুদিন অশান্ত থাকবে সমুদ্র। ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া চলবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- হাওড়ার কুলগাছিয়ায় মর্মান্তিক পথ দু.র্ঘটনা! লেন ভেঙে গাড়িতে ধা.ক্কা ট্রেলারের, মৃ.ত ৩






































































































































