মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর পর সোমবার সকালে খুলল বড়িশা হাইস্কুল। লালবাজারের নির্দেশ মেনে এদিন স্কুলের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের ডায়মন্ড হারবার রোডে যেতে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পারাপার করানো হচ্ছে। স্কুলে যাওয়া-আসার সময় যাতে সকলেই। ফুটপাত ব্যবহার করেন, তার ওপর নজর রাখছেন পুলিশ কর্মীরা।
আরও পড়ুনঃ বেহালার ছাত্রমৃ.ত্যুর ঘটনায় ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব
পথদুর্ঘটনায় স্কুলপড়ুয়া সৌরনীলের মৃত্যুর থেকেই নড়ে চড়ে বসেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। বেহালায় মর্মান্তিক দুর্ঘটনার পর পুরসভা, পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে ফুটপাত খালি করা হয়। মেট্রো স্টেশনের এলাকায় যে সব দোকান বসেছিল সেই দোকানদারদের রবিবার বিকেল ৪টের মধ্যে সরে যেতে বলা হয়েছিল। না হলে প্রশাসনের তরফ থেকে দোকান সরিয়ে দেওয়ারও হুঁশিয়ারি ছিল। কিন্তু বিকেলের পরও দোকান না সরানোয় পুলিশ এসে কয়েকটি দোকান সরিয়ে দেয়। তার পর বাকি দোকানদাররাও সরিয়ে নেন তাঁদের অস্থায়ী দোকানগুলিকে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে লরির ধাক্কায় মৃত্যু হয় স্কুলপড়ুয়া সৌরনীলের। তাঁর বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। মর্মান্তিক শিশুমৃত্যুর ঘটনার পক থেকেই পরপর তিনদিন বন্ধ ছিল স্কুল। রবিবার ওই এলাকার ফুটপাতের দোকানগুলি উঠিয়ে দেওয়ার পর সোমবার ফের শুরু হয়। কলকাতা পুলিশের এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে শুরু করে পথচারীরাও।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.