২০০ ফুট উঁচুতে গিয়ে আচমকাই বিকল হয়ে গেল রোলারকোস্টার। পর্যটকদের নিয়ে ৯০ ডিগ্রি কোণে ঝুলছিল রেকটি। আতঙ্কে চিৎকার করছিলেন পর্যটকরা। শেষমেশ বহু ক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়। রোলারকাস্টারের পাশে থাকা সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয় পর্যটকদের।


আরও পড়ুনঃ লম্বায় ১০ ফুট, অযোধ্যার রাম মন্দিরের জন্য ৪০০ কেজির তালা!

ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াহোর স্যানডাস্কির বিনোদন পার্ক সিডার পয়েন্টে। এই পার্কে ম্যাগনাম এক্সএল-২০০ নামে দুশো ফুটেরও বেশি উঁচু একটি রোলারকোস্টার রয়েছে। এত উচ্চতার জন্য গিনেজ় বুকে রেকর্ডও রয়েছে এই রোলারকোস্টারের। ফলে স্বাভাবিক ভাবেই এই রোলারকোস্টারের জনপ্রিয়তা অনেক বেশি। সিডার পয়েন্ট-এর ওয়েবসাইট বলছে, এই রোলারকোস্টারটি ১৯৮৯ সালে চালু করা হয়। এটি সবচেয়ে দ্রুত এবং খাড়াই রোলারকোস্টার।


সিডার পয়েন্ট সূত্রে খবর, এই ঘটনায় কোনও পর্যটক আহত হননি। পার্কের কর্মীরাই যাত্রীদের নিরাপদে নীচে নামিয়ে আনেন। এই ঘটনার পর কয়েক দিন বন্ধ রাখা হয় ওই রোলারকোস্টার। পার্ক কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে।











































































































































