সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি

0
3

সুপ্রিম কোর্টের তরফে রাহুল গান্ধির শাস্তির উপর স্থগিতাদেশ জারি করার পরই সাংসদ পদ ফিরে পেলেন তিনি। লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে সাংসদ পদ ফিরিয়ে দিলেন। সোমবার সকালে স্পিকারের সচিবালয় থেকে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে।


আরও পড়ুনঃ রাহুলের সাংসদ পদ ফেরাতে গড়িমসি! স্পিকারের ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস

মোদি পদবি অবমাননা মামলায় সুরাত আদালতে দোষী সাব্যস্ত রাহুলকে দু’বছরের কারাদণ্ড দেওয়ায় তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। শুক্রবার সুরাত আদালতের দেওয়া সেই শাস্তির নির্দেশেই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ফলে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মদির বিরুদ্ধে বিরধীরা যে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে, তাতে অংশ গ্রহণ করতে পারবেন রাহুল।


প্রসঙ্গত, রাহুলের সাজার উপর গত সপ্তাহে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এর আগে গত ২৩ মার্চ রাহুলকে মোদি পদবিধারীদের মানহানির মামলায় গুজরাতের সুরাতের আদালত দু বছর কারাবাসের সাজা দেওয়ার পরদিনই তাঁর লোকসভার সদস্যপদ কেড়ে নিয়েছিলেন স্পিকার বিড়লা। এমনকী সরকারি বাংলোও ছেড়ে দিতে বলা হয়।