মণিপুর ইস্যুতে অনাস্থার সমর্থনে লোকসভায় বিরোধীদের প্রথম বক্তাই রাহুল গান্ধী

0
3

সাংসদ পদ ফিরে পেয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) লোকসভায় (Loksabha) এখন বিরোধীদের অন্যতম প্রধান মুখ। তাই ঠিক হয়েছে, মণিপুর (Manipur) ইস্যুতে লোকসভায় অনাস্থা প্রস্তাবের সমর্থনে বিরোধীদের হয়ে প্রথম বক্তব্য রাখবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর বক্তব্য দিয়েই শুরু হবে লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর বিরোধীদের ভাষণ। এমনই জানা যাচ্ছে অসমর্থিত সূত্রে।

লোকসভার সচিবালয়ের সিদ্ধান্তে সোমবার সাংসদ পদ ফিরে পান রাহুল গান্ধী। ‘মোদি পদবী’ নিয়ে মন্তব্য মামলায় ‘সুপ্রিম’ স্থগিতাদেশের পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। অবশেষে চূড়ান্ত স্বস্তি রাহুল গান্ধীর। এদিন কংগ্রেসের দফতরে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন রাহুল গান্ধী। সাংবাদিকদের সঙ্গে হাসিঠাট্টা করতেও দেখা যায় তাঁকে। সাংসদ পদ ফিরে পেয়ে এদিন ফের লোকসভাতেও আসেন তিনি।

উল্লেখ্য, মণিপুর ইস্যুতে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবের উপর ৮ ও ৯ তারিখ লোকসভায় আলোচনার দিন ধার্য করেছেন স্পিকার। ৯ তারিখ, শেষদিনে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুর ইস্যুতে লোকসভায় কৌশলে মোদিকে বিবৃতি দিতে বাধ্য করতেই বিরোধী ইন্ডিয়া জোটের তরফে অনাস্থা আনে কংগ্রেস। এখন রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পাওয়ায় বিরোধী INDIA জোট যে আরও সুর চড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।