মর্মান্তিক পথ দুর্ঘটনায় খুদে পড়ুয়ার মৃত্যুর পরে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুলের সামনে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, চলছে সচেতনতা প্রচার। হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (OC Souvik Chakraborty) উদ্যোগে সোমবার পথ নিরাপত্তা নিয়ে একটি সচেতনতা প্রচার চালানো হয় বড়বাজার এবং পোস্তা এলাকায়। ছিলেন মহেশ্বরী বিদ্যালয়ের প্রধানশিক্ষক এস কে ঝা।
পথ দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে, অনেক ক্ষেত্রে গাড়ি চালকদের পাশাপাশি দোষ থাকে পথচারীদেরও। সেই কারণে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছেন সৌভিক। এদিন, পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে নিয়ে প্রচার চালায় হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের পুলিশ (Howrah Bridge Trafic Gaurd Police)। ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে রঙিন পোস্টার এবং ব্যানার নিয়ে প্রদর্শন করা হয়। গাড়ি চালকদেরও ট্রাফিক নিয়মের বিষয়ে সচেতন করে শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা এলাকায় দুর্ঘটনা কমাতে সৌভিক চক্রবর্তীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।