মণিপুর-তদন্তে নজিরবিহীন সুপ্রিম কোর্টের! ৩ মহিলা বিচারপতির কমিটি, থাকবে ৪২ টিম

0
1

বিরোধীদের চাপেই সংসদে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মণিপুর হিংসা নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও বিরোধীরা সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব আনে। তার জেরে হবে ওই আলোচনা। আগামীকাল ৮ আগস্ট শুরু হচ্ছে তা, শেষ হবে পরদিন ৯ আগস্ট। তার আগেই মণিপুর নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ খুবই তাৎপর্যপূর্ণ।

সুপ্রিম কোর্ট আজ, সোমবার একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই দলে থাকবেন হাইকোর্টের তিন প্রাক্তন বিচারপতি, তিন জনই মহিলা। এ ছাড়াও মণিপুরে পাঠানো হবে ৪২টি স্পেশ্যাল ইনভেস্টেগেশন টিম তথা ‘সিট’।

হাইকোর্টের তিন প্রাক্তন মহিলা বিচারপতি হলেন গীতা মিত্তল (জম্মু কাশ্মীর হাইকোর্ট), শালিনী যোশী (বম্বে হাইকোর্ট), আশা মেনন (দিল্লি হাইকোর্ট)। সিবিআই তদন্ত চলবে, তবে সিবিআইয়ের টিম ছাড়াও থাকবে ৪২টি স্পেশ্যাল ইনভেস্টেগেশন টিম তথা ‘সিট’। এই ‘সিট’-এর কাজ দেখবেন ডিআইজি পদমর্যাদার অফিসার। একজন ডিআইজি পদমর্যাদার অফিসারের তত্ত্বাবধানে থাকবে ৬টি করে ‘সিট’।

আরও পড়ুন- বাংলার স্কুলে বাংলা ভাষা Must, বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ: শিক্ষা কমিশন গড়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে