সুমন করাতি,হুগলি : বড় সাফল্য পেল কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অনিকেত বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর। সেই প্রতিযোগিতায় সোনার পদক জয় করে টেকনো ইন্ডিয়া বিদ্যালয়-এর তৃতীয় শ্রেণীর ছাত্র অনিকেত বন্দ্যোপাধ্যায়। তার এই সাফল্যে খুশির হাওয়া হুগলি জেলার কানাইপুর এলাকায়।
ছেলের এই সাফল্যে গর্বিত অনিকেতের মা অর্পিতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”ছেলে চার বছর বয়স থেকে ক্যারাটে শিখছে। ওর সাফল্যের জন্য কোচেদের কাছে আমরা কৃতজ্ঞ।” অনিকেতের এই সাফল্যে উচ্ছ্বসিত অনিকেতের কোচ শুভঙ্কর দাস। তিনি বলেন, “ওর মধ্যে ভালো প্রতিভা রয়েছে। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছে। এই সাফল্য আগামী দিনে এগিয়ে যেতে ওকে সাহায্য করবে।”
ছোট্ট অনিকেত পদক পেতেই উৎসবের চেহারা নেয় হুগলি কানাইপুর। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান আচ্ছেলাল যাদব শুভেচ্ছা জানান ছোট অনিকেতকে। তিনি বলেন,” এটা কানাইপুর এলাকার সব মানুষের একটা গর্বের বিষয়। কানাইপুর এলাকায় অনিকেত এত ছোট বয়সে সোনা জিতেছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। আগামী দিনে অনিকেত আরো অনেক দূর এগিয়ে যাক ভগবানের কাছে এটাই প্রার্থনা।”
আরও পড়ুন:নিয়মের বেড়াজাল, এশিয়ান গেমসে চূড়ান্ত দল থেকে বাদ দীপা, ছাড়ের জন্য ক্রীড়া মন্ত্রকে চিঠি