জামিন চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টানলেন নিয়োগ মামলায় বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় নিজের অসুস্থতা সম্পর্কে বলতে গিয়ে তুলনা টানেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার। তিনি বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য উডল্যান্ডসে ভর্তি। উনিও সাফার করছেন, আমিও সাফার করছি।’
এরই পাশাপাশি এদিন পার্থ দাবি করেন, তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ এখনও দেখাতে পারেনি। ২৫ বছরের বিধায়ক তিনি। ডেটা এন্ট্রি অপারেটরের দায় তাঁর উপর চাপানো হচ্ছে বলেও এদিন দাবি করেন পার্থ।
পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেন, ‘নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই। একজন পলিসি তৈরি করে, একটা অংশ নিয়োগ করে। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। এসএসসি আলাদা একটি বোর্ড, মন্ত্রী এসএসসি-কে নিয়ন্ত্রণ করত না। আমি জানি না কারা চাকরি পেয়েছেন। আমি ৫টি দফতরের দায়িত্বে ছিলাম, বারবার দফতর বদল হয়েছে। ১ বছরের বেশি সময় ধরে সিবিআই কিছু পেশ করতে পারেনি’।
এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার আদালতে জামিনের আবেদন করতে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে। আর এ ক্ষেত্রে বারবারই তাঁকে বলতে শোনা গিয়েছে অসুস্থতার কথাই। সোমবার আদালতে বিচারকের সামনেই পার্থকে বুদ্ধবাবুর অসুস্থতার সঙ্গে নিজের অসুস্থতার তুলনা করতে শোনা যায়।






































































































































