কথা বলছেন, মুখ দিয়ে স্যুপও খাচ্ছেন, আজই কী বাড়ি ফিরছেন বুদ্ধদেব?

0
3

অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ হয়েছে।শারীরিক পরিস্থিতিরও অনেকটাই উন্নতি হয়েছে। ‘রাইলস টিউব’ ছাড়া মাঝে মাঝে মুখ দিয়েও খাবার খাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখন শুধু বাড়ি ফেরার প্রহর গুণছেন তিনি। আজ কী মিলবে ছুটি? যদিও এব্যাপারে এখনও পর্যন্ত কিছুই খোলসা করে বলেননি বুদ্ধদেবের চিকিৎসকেরা। তবে সোমবার ফের মেডিক্যাল বোর্ড বসার কথা রয়েছে। মনে করা হচ্ছে, সেখানেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ফেরার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।


আরও পড়ুনঃ স্বাস্থ্যের উন্নতি, ‘রাইলস টিউব’ ছাড়াই স্যুপ খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

সোমবার সকালে বুদ্ধদেবের যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনও রাইলস টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো হচ্ছে। তবে মাঝে মাঝে মুখ দিয়েও খাচ্ছেন তিনি। তরল খাবার সরাসরি মুখ দিয়েই খাওয়ানো হচ্ছে। রবিবার বিকেলে তিনি স্যুপ খেয়েছেন। অন্য কোনও ভারী খাবার এখনই সরাসরি মুখ দিয়ে খাওয়ানোর পক্ষপাতী নন চিকিৎসকেরা। বুদ্ধদেবের সোয়ালো থেরাপি চলছে। খাবার গলাধঃকরণে তাঁর সমস্যা হবে কি না, তা দেখা হচ্ছে।

তবে পরিস্থিতির উন্নতি হলেও কড়া নজরদারিতে রাখা হচ্ছে তাঁকে। হাসপাতালের পরিবর্তে বাইপ্যাপ মেশিন ব্যবহার করছেন চিকিৎসকেরা। বাড়ি ফিরলে ওই মেশিনের উপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভরসা রাখতে হবে। আবার, তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথেও ব্যবহার করা হবে ওই বাইপ্যাপ মেশিনটি।

গত ২৯ জুলাই থেকে ফুসফুস এবং শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেব। তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। শারীরিক পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে, বুদ্ধদেবকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। তবে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী যথেষ্ট সচেতন। চিকিৎসক এবং ঘনিষ্ঠদের সঙ্গে তিনি কথাও বলছেন।