জামিন পেলেন প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা

0
1

নিয়োগ মামলায় জামিন পেলেন প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। সোমবার তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। এই প্রথম নিয়োগ মামলায় জামিন পেলেন কোনও অভিযুক্ত।

এদিন তার জামিনের আবেদন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। নিয়োগ মামলায় এই প্রথম জামিন হল। জামিনের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
মানিকের স্ত্রী কারও কাছ থেকে টাকা নিয়েছেন এমন কোনও প্রমাণ আদালতে পেশ করতে পারিনি ইডি। ৭ জানুয়ারি বিশেষ আদালতেই জামিন পাওয়া উচিত ছিল পর্যবেক্ষণ বিচারপতির। যদিও গোটা পরিবারের কাছ থেকে ৭ কোটি ৬৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রীকে হেফাজতে নিয়েছিল ইডি।