ভাঙড়ে ফের ভাঙন আইএসএফে। নওশাদ সিদ্দিকির সমর্থনে ভোটে জিতলেও আবার শিবির ত্যাগ করে শাসক দল তৃণমূলের হাত ধরলেন জয়ী নির্দল প্রার্থী। নেতা শওকত মোল্লার হাত থেকে তুলে নিলেন ঘাসফুল শিবিরের পতাকা।ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের নির্দল প্রার্থী সাদিকুল মোল্লা এখন থেকে তৃণমূলের সদস্য। শাসক দলে যোগদানের পরই সাদিকুল সদর্পে বললেন, “তৃণমূলের নীতি ভালো”।

কে এই সাদিকুল মোল্লা? ভোটে জেতার পরপরই তাঁর অভিযোগ ছিল, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তার সার্টিফিকেট নিয়ে রেখে দিয়েছেন। সেই সাদিকুল এবার তৃণমূলে যোগ দিলেন। সাদিকুল মোল্লা বলেন, “আইএসএফের সমর্থনে জিতেছিলাম। তারপর টিএমসিতে যোগ দিয়েছি। কারণ, এই দলের নীতি আদর্শ ভালো। আগে আমি টিএমসিতেই ছিলাম। পরে নির্দলের টিকিটে ভোটে দাঁড়িয়ে ছিলাম। এখন আবার পুরনো দলেই ফিরে এলাম। দল বদলের জন্য কোনও চাপ দেওয়া হয়নি। থানায় অভিযোগ করেছি যাতে আমার সার্টিফিকেট ফিরে পাওয়া যায়।”

তৃণমূলে যোগদান প্রসঙ্গে সওকত মোল্লা সাদিকুল মোল্লাকে দেখিয়ে বলেন, “এই যে ভাইকে দেখছেন তাঁর জয়ের সার্টিফিকেটটি নিয়ে রেখে দিয়েছেন নওশাদ সিদ্দিকি। উনি গতকাল থানায় গিয়ে অভিযোগ করেছেন। আমি বলব নওশাদবাবুরা তো অনেক তাবিজ দেন। ওই সার্টিফিকেটটা নিয়ে তাবিজ দিন। ওটার দরকার নেই। আগামী ৯ তারিখে উনি শপথ নেবেন। সাদিকুল যোগ দেওয়ার ফলে তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলে সদস্য সংখ্যা হল ১৯।
আরও পড়ুন:কিছুটা শান্ত মণিপুর! সাত ঘণ্টার জন্য ইম্ফলের পশ্চিমে শিথিল কার্ফু















































































































































