জীবিত অবস্থাতেই বসবে মোদির বিশাল মূর্তি! উচ্চতায় ছাড়িয়ে যাবে স্ট্যাচু অফ ইউনিটিকেও

0
1

এবার পুণের লাভাসায় তৈরি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল মূর্তি। জানা গিয়েছে, বিশ্বের উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটির থেকেও বেশি উচ্চতা হবে এই মূর্তির। ভারতের প্রতি মোদির অসামান্য অবদানের কথা মাথায় রেখে তাঁকে শ্রদ্ধা জানাতেই এই মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মোদির মূর্তিকে ঘিরে মিউজিয়াম, পার্ক, এগজিবিশন হলও গড়ে তোলা হবে। সব ঠিকঠাক চললে , চলতি বছরের শেষেই উন্মোচন করা হবে মোদির বিশাল মূর্তি।

ডারউইন প্লাটফর্ম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই মূর্তি তৈরির দায়িত্ব নিয়েছে। জানা গিয়েছে, এই সংস্থার তরফেই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে গড়ে তোলা হবে এই মূর্তি। কী বলছেন সংস্থার প্রধান ? তার মতে , আমাদের দেশের অখন্ডতা ও একতা বজায় রাখতে প্রধানমন্ত্রী মোদির জুড়ি মেলা ভার । তাকে ঘিরে স্বপ্ন দেখছে গোটা দেশ! তিনি দেশের জন্য নিয়োজিত প্রাণ। তাই তাকে শ্রদ্ধা জানাতে পেরে তারা কৃতজ্ঞ।

নর্মদা নদীর তীরে অবস্থিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিটির উচ্চতা ১৮৯ মিটার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে মূর্তি তৈরি করা হবে তার উচ্চতা হবে ১৯০ থেকে ২০০ মিটার । সবথেকে উল্লেখযোগ্য বিষয়, জীবিত অবস্থায় এমন মূর্তির উন্মোচন ব্যতিক্রমী।