স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক!নিমতলা ঘাটে মর্মা.ন্তিক দুর্ঘটনা

0
2

বন্ধুদের সঙ্গে নিমতলা ঘাটে স্নান করতে গিয়েছিল।রাতেই স্নান করতে নেমে গঙ্গাবক্ষে তলিয়ে যায় দুই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ খবর পেতেই ভোররাত থেকে ২ যুবকের দেহ উদ্ধারে তল্লাশি শুরু করেছে। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। কান্নায় ভেঙে পড়ছে মৃত যুবকদের পরিবারের সকলে।


আরও পড়ুনঃ নন্দীগ্রামের স্কুলে অঙ্কের প্রশ্নপত্রে শুভেন্দু-নওশাদের নাম! “আঁতাত” নিয়ে তুঙ্গে বিতর্ক

পুলিশ সূত্রের খবর, নিখোঁজ দুই যুবকের নাম কৃষ সোনি ও বান্টি সিং। জানা গিয়েছে, রবিবার রাতে বৃষ্টি মাথায় করেই বাড়ি থেকে বের হয় ১৫ বন্ধু। তাঁদের মধ্যে ছিলেন কৃষ ও বান্টি। নিমতলা ঘাটেই রাতে আসেন তাঁরা। দীর্ঘক্ষণ সময় কাটানোর পর ঘাটে স্নান করতে নামেন কৃষ ও বান্টি ।বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পরও জল থেকে উঠে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।


খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ ও ডুবরি এসে দুই যুবকের দেহ তল্লাশিতে নামে। শেষ পাওয়া খবর পর্যন্ত দফায় দফায় চলছে তল্লাশি।এদিকে নিখোঁজ দুই যুবকের বাড়িতে খবর দিতেই কান্নায় ভেঙে পড়ে তাঁদের পরিবার।