ভারতীয় টিমের কোচ অভিষেক! শুভেচ্ছা জানালেন সেহবাগ, যুবরাজরা

0
1

নতুন দায়িত্ব পেলেন জুনিয়র বচ্চন (Abhishek Bachchan)। এবার ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। ট্রেলার প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly) থেকে শুরু করে সেহবাগ, যুবরাজরা (Virendra Shewag and Yuvraj Singh)। তবে রিয়েল লাইফে নয় আসলে সিনেপর্দার ২২ গজে কোচ অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। শুক্রবারই প্রকাশ্যে এসেছে ‘ঘুমর’-এর (Ghoomer) ট্রেলার। প্রথম ঝলকেই ক্রিকেটের মারপ্যাঁচ আর মাইন্ড গেমের কৌশল দেখিয়ে চমকে দিয়েছেন অভিনেতা। সৌরভ গঙ্গোপাধ্যায় সমাজমাধ্যমে অভিষেকের প্রশংসা করে সকলকে সিনেমা দেখার আহ্বান জানান। ট্রেলারে নজর কেড়েছেন সাইয়ামি খেরও (Saiyami Kher)।

‘ঘুমর’ পরিচালনা করেছেন আর বাল্কি (R Balki)। বচ্চনদের সঙ্গে তাঁর সম্পর্কের ঘনিষ্ঠতার কথা বলিউড জানে। তিনি ‘পা’ (Paa)সিনেমায় অমিতাভকে একদম অন্যরূপে তুলে এনেছিলেন সিলভার স্ক্রিনে। এই ছবিও অমিতাভ বিহীন নয়। তবে শুরু থেকে শেষ ট্রেলারে অভিষেকের অসামান্য অভিনয়ের আভাস মিলেছে। শুভেচ্ছা জানিয়ে যুবরাজের টুইট, “খুব শিগগিরিই ছবিটা দেখার জন্য মুখিয়ে রয়েছি।” অভিনেতা নিজেও ধন্যবাদ জানিয়েছেন যুবরাজকে।

বিশেষ দক্ষতাসম্পন্ন এক মহিলার ক্রিকেট খেলা এবং দুর্ঘটনার পর তাঁর থমকে যাওয়া জীবনের ফের ২২ গজে কামব্যাক নিয়ে এই সিনেমা। ট্রেলার দেখে বীরেন্দ্র সেহবাগ লেখেন, আমি জীবনে স্পিনারর্সদের এত সিরিয়ালসি নিইনি। তবে এটা ভীষণ স্পেশ্যাল লাগল। দেখার অপেক্ষায় রইলাম। পাল্টা জুনিয়র বচ্চন মজার ছলেই মন্তব্য করেন, “এই ছবিটা দেখার পর থেকে সিরিয়াসলি নেবেন। কথা দিচ্ছি!”

ক্রিকেটের মহারাজ আগেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার অভিষেক লিখলেন “আমার অন্যতম প্রিয় ক্রীড়াব্যক্তিত্বের তরফে এই প্রশংসা বড় পাওনা। ধন্যবাদ দাদা।”