ফের বন্দুকবাজের (Shooter) হামলায় রক্তাক্ত আমেরিকার (America) রাজপথ। শনিবার রাতে ওয়াশিংটন ডিসির (Washington DC) রাজপথে চলা এলোপাথারি গুলিতে মৃত্যু হল কমপক্ষে ৩ জনের। গুরুতর আহত আরও ১। দক্ষিণ-পূর্ব ওয়াশিংটনের অ্যানাকোস্টিয়ায় এই হামলার ঘটনা ঘটে। এই নিয়ে ১৫০টি হামলার ঘটনা ঘটল এই শহরে।

ওয়াশিংটন ডিসির পুলিশ সূত্রে খবর, শনিবার রাতের হামলা হিংসার প্রমাণ। সব মিলিয়ে আগস্টের প্রথম ৫ দিনে বন্দুকবাজের হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হল আমেরিকায়। তবে যত দিন যাচ্ছে আমেরিকায় বন্দুকবাজের হামলা উত্তরোত্তর বাড়ছে। স্কুল থেকে শুরু করে ধর্মস্থান, বাদ যাচ্ছে না কিছুই। বন্দুক আইন সংশোধন করেও কেন বন্দুকবাজের হামলার ঘটনায় রাশ টানা যাচ্ছে না, তা নিয়ে লাগাতার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে হোয়াইট হাউসকে।














































































































































