তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন রুজিরা

0
1

তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায় (Rujira Bandyopadhyay)। রবিবার দুপুরে তারকেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। উপস্থিত ছিলেন তারকেশ্বর (Tarkeswar) পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু-সহ স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব।

পুণ্য মাস শ্রাবণ। এমনই পুণ্য তিথিতে রবিবার সকাল সাড়ে এগারটা নাগাদ তারকেশ্বর মন্দিরে পৌঁছন রুজিরা। প্রথমে মন্দির সংলগ্ন দুধপুকুরের জল মাথায় দিয়ে মন্দিরে পুজো দেন। পরিবারের মঙ্গল কামনায় মন্ত্র পাঠ করে শিবের মাথায় জল ঢালেন অভিষেক-জায়া। বারোটা নাগাদ পুজো দিয়ে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন- বাড়ছে আ.ক্রান্তের সংখ্যা, রাজ্যে ডে.ঙ্গি পরিস্থিতি এখনও উ.দ্বেগজনক