এবার আর ভার্চুয়াল নয় বরং লড়াইটা অ্যাকচুয়াল । প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক (Elon Musk) বনাম মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। এবার কলেজিয়ামের মধ্যে লড়াইয়ে নামবেন দুই কর্তা। সোশ্যাল মিডিয়ার দুই বড়কর্তা একে অন্যের সঙ্গে যুদ্ধ করার দৃশ্য এবার সরাসরি সম্প্রচারিত হবে টুইটারে (Twitter)। এই লড়াই থেকে যে অর্থ সংগ্রহ হবে তা বয়স্ক মানুষের উন্নতির কাজে ব্যবহার করা হবে।
এমনিতে টুইটার কর্তা বনাম ফেসবুক কর্তার অনুরাগীদের লড়াই লেগেই থাকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডস শুরু হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় বাকযুদ্ধে জড়িয়ে পড়েন মাস্ক ও জুকারবার্গ। ব্যাপারটা আরও একধাপ এগিয়ে যায় যখন খোলাখুলিভাবেই মেটা কর্তা মার্ক জুকারবার্গকে ‘ফাইট’-এর আমন্ত্রণ জানান মাস্ক। মার্ক আমন্ত্রণ গ্রহণ করেছেন বটে, লড়াই কোথায় হবে সেটা আপাতত স্পষ্ট নয়। রবিবারই মাস্ক জানান যে , এই লড়াইয়ের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিয়মিত ভারত্তোলন করছেন।মেটা কর্তা জুকারবার্গ খেলায় যথেষ্ট পারদর্শী। বয়সটা অনেকটা কম তাই তাঁকেই এগিয়ে রাখছেন নেটবাসিন্দারা। এই লড়াই থেকে সংগৃহীত অর্থ ব্যবহৃত হবে সামাজিক কাজের জন্য।