রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ না করা হলেও, বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ৩ সপ্তাহের মধ্যে রাজ্যে মশাবাহিত এই রোগে ১০ জনের মৃত্যুর হয়েছে। এর মধ্যে শুক্রবার কল্যাণীর জেএনএম হাসপাতালে রানাঘাটের এক বৃদ্ধের মৃত্যু হয়। এই রোগে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজারে পৌঁছে গিয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নদিয়া জেলাতেই ডেঙ্গিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
জেলার রানাঘাট, চাপড়ার বহু মানুষ ডেঙ্গির কবলে পড়েছেন। ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালু, হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড-প্লেটলেটের ব্যবস্থা রাখার জন্য জেলার সিএমওএইচ-কে নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্বেগজনক পরিস্থিতির কথা ভেবে রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল, আশা ও পুরসভার স্বাস্থ্যকর্মী সহ ১ লক্ষ ৩০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে ডেঙ্গি মোকাবিলায় নিযুক্ত করা হয়েছে। সেইসঙ্গে ডেঙ্গি মোকাবিলায় সবকটি দফতরকে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে।
আরও পড়ুন- স্বাস্থ্যের উন্নতি, ‘রাইলস টিউব’ ছাড়াই স্যুপ খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য