এক যুবতীর মাথা কাটা অর্ধনগ্ন দেহ উদ্ধার হল।এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বড়ঞার বিছুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার সূত্রপাত রবিবার সকালে। মাঠ লাগোয়া গ্রামের পুকুরে যুবতীর মাথা কাটা অর্ধনগ্ন দেহ দেখতে পান স্থানীয়রা। নিমেষে খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবতীর বয়স ১৮-২০ বছর। দেহ যখন উদ্ধার করা হয়, সেই সময় তার বুকে ধারাল অস্ত্রের গভীর ক্ষত ছিল। গলা থেকে মাথা আলাদা ছিল। সেই মাথার খোঁজ এখনও পাওয়া যায়নি।
জানতে পাওয়া যায়নি যুবতীর পরিচয়ও। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা ওই যুবতীকে নৃশংসভাবে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে কীভাবে খুন করা হয়েছে ওই যুবতীকে।