শনিবারের সকাল থেকে মেঘলা আকাশ আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে রেহাই দিতে পারিনি দক্ষিণ বঙ্গবাসীকে (South Bengal Weather) । বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ ও আগামীকাল রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কিন্তু তাতেও গরম কমবে না। ক্রমশ চওড়া হচ্ছে তাপপ্রবাহের (Heat Wave) আশঙ্কা। রবিবার পর্যন্ত তিন ডিগ্রি অব্দি বাড়তে পারে তাপমাত্রা, অনুমান হাওয়া অফিসের।


উত্তরের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণে স্বস্তি নেই এখনই।রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। আজও দুপুরের পর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।শহর কলকাতায় আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে। সারাদিনই আংশিক মেঘলা আকাশ সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি।










































































































































