নিম্ন আদালতে “মোদি পদবি” মামলার রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে বড়সড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে সাংসদ পদ ফিরে পাওয়া সময়ের অপেক্ষা। আর রাহুল গান্ধীর এমন স্বস্তিতে লোকসভা ভোটের আগে শুধু কংগ্রেস নয়, অক্সিজেন পেল মোদি বিরোধী INDIA জোট। লোকসভায় লড়াইয়ের ক্ষেত্রেও আর কোনও বাধা রইল না রাহুলের।
এদিকে রাহুল গান্ধীর স্বস্তি ফিরতেই আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। আর নিজের হাতে রাহুলকে খাসির মাংস রেঁধে খাওয়ালেন লালু।
জানা গিয়েছে, লালুপ্রসাদের মেয়ে মিশা ভারতীর দিল্লির বাড়িতে শুক্রবার রাতে গিয়েছিলেন রাহুল। উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। কংগ্রেস নেতাকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান তিনি। এরপর নিজের হাতে খাসির মাংস রান্না করে খাওয়ান লালু। শোনা যাচ্ছে, রাহুলের জন্যই বিহার থেকে মটন আনিয়ে ছিলেন আরজেডি সুপ্রিমো।
আরও পড়ুন:ভাঙড়ে আগ্নে.য়াস্ত্র সহ গ্রেফ.তার আইএসএফ কর্মী