নদিয়ার কল্যাণীতে (Kalyani) হোটেলের ঘর থেকে মিলল বিজেপি নেতার ঝুলন্ত দেহ। শনিবার সকালে হুগলির (Hoogli) বাসিন্দা সুদীপ ঘোষ (Sudip Ghosh) নামে ওই যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বিজেপির (BJP) হুগলির ধনেখালি-২ অঞ্চলের মণ্ডল সভাপতি ছিলেন বলে দয়ী সূত্রে খবর। ঘটনায় তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ।
সুদীপ ঘোষ পঞ্চায়েত ভোটে গুরবাড়ি পঞ্চায়েত সমিতির প্রার্থী হন। গত তিন দিন ধরে কল্যাণীর বুদ্ধপার্কের হাই রোডের কাছে একটি বেসরকারি হোটেলে তিনি ছিলেন বলে পরিবার সূত্রে খবর। সেই হোটেলের ঘর থেকেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুদীপের দেহ মিলেছে। রাজনীতির কারণে বিজেপি (BJP) নেতার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। সুদীপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট মিললেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন- জ্ঞানবাপীর সমীক্ষা ঘিরে জোর চর্চা! বেসমেন্টের দেওয়ালে মিলল একাধিক চিহ্ন