নীল আর্মস্ট্রংয়ের জন্মদিনেই বড় সাফল্য! চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩

0
1

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগাস্ট বিকেলে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। তার আগে শনিবারই ঠিক সন্ধে ৭টার কিছু সময় পরই চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। লুনার অরবিট (Lunar Orbit) ইঞ্জেকশনের অপারেশন চালাবে ইসরো (ISRO)। আগামী ১৭ অগাস্ট প্রপালেশন মডিউল থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হয়ে যাবে বলে খবর। তবে এদিন চন্দ্রযান-৩-এর সবরকম আপডেট পেতে সকাল থেকেই দেশবাসী একেবারে মুখিয়ে রয়েছেন। এই মিশন নিয়ে ভারতবাসীর প্রত্য়াশা যে আকাশছোঁয়া তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতি মুহূর্তে চন্দ্রযান-৩ কোথায় রয়েছে, কী করছে, কেমন অবস্থায় রয়েছে সেসবের দিকে কড়া নজর ইসরোর বিজ্ঞানীদের।

গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। এরপর মহাকাশের একের পর এক ধাপ পার করেছে চন্দ্রযান। শনিবার অবশেষে চাঁদের কক্ষপথে পৌঁছল চন্দ্রযান-৩। বিজ্ঞানীরা জানিয়েছেন, লুনার অরবিটে প্রবেশের পর পাঁচবার কক্ষপথ বদল করবে চন্দ্রযান-৩। এরপরে তা ধীরে ধীরে তা চাঁদের কাছে পৌঁছে যাবে।
• আগামী ৬ অগাস্ট রাত ১১টায় চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করার কথা রয়েছে চন্দ্রযান-৩-এর
• চাঁদের তৃতীয় কক্ষপথে পৌঁছবে আগামী ৯ অগাস্ট, দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ
• ১৪ অগাস্ট চাঁদের চতুর্থ কক্ষপথ পেরবে
• ১৬ অগাস্ট পঞ্চম কক্ষপথ পার করার পর ১৭ অগাস্ট চাঁদের ১০০কিলোমিটারের মধ্যে চলে আসবে চন্দ্রযান-৩

এরপরই ডি-অরবিটিং প্রক্রিয়া শুরু হবে ২০ অগাস্ট। এই ডি-অরবিটিং প্রক্রিয়া হল চাঁদের পৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া। আগামী ২৩ অগস্ট বিকেলে চাঁদের বুকে নামবে ল্যান্ডার বিক্রম। তবে রবিবারই মহকাশ্চারী নীল আর্মস্ট্রংয়ের জন্মদিন। তার আগেরদিন সন্ধেয় চন্দ্রযান-৩-এর চাঁদের কক্ষপথে পৌঁছনো বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, চন্দ্রযান-২ যে কৌশলে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল, সেই একই কৌশলে এবার চন্দ্রযান-৩কে প্রবেশ করানো হল চাঁদের কক্ষপথে।

আরও পড়ুন- নামের ভুলে ৮ মাস জেলে যুবক! ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ ছত্তিশগড় হাই কোর্টের