মায়ের কোল শূন্য! বাবা জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। বেহালার দুর্ঘটনায় (Bahala Accident) ক্লাস-টু’র শিশু মৃত্যুর ঘটনায় ভগ্নহৃদয়ে টুইট কুণাল ঘোষের (Kunal Ghosh)। তৃণমূল নেতার কথায়, “বাচ্চাটার ছবিটার দিকে তাকানো যাচ্ছে না। আমরা সবাই দায়ী”! কুণালের আরও সংযোজন, “গোটা সিস্টেম দায়ী। আমরা একটা সার্বিক বিশৃঙ্খলায় অভ্যস্ত। একটা লরি বা দুজন পুলিশের দিকে আঙুল তুললে শেষ হবে না। এই পাপ আমাদের সবার।”
বাচ্চাটার ছবিটার দিকে তাকানো যাচ্ছে না।
আমরা সবাই দায়ী। গোটা সিস্টেম দায়ী। আমরা একটা সার্বিক বিশৃঙ্খলায় অভ্যস্ত। একটা লরি বা দুজন পুলিশের দিকে আঙুল তুললে শেষ হবে না। এই পাপ আমাদের সবার।— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 4, 2023
এদিকে, বেহালাকাণ্ডে ঘাতক লরির চালক, খালাসি-সহ গ্রেফতার ১১। স্রেফ দুর্ঘটনাস্থলে ড্রপ-গেট বসানো নয়, হরিদেবপুরে মৃত স্কুল পড়ুয়ার বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রীর কথায়, “অত্যন্ত দুঃখের ঘটনা। কোনও ভাষা নেই। বাড়িতে ঢুকে আমার হাত-পা কাঁপছিল। পরিবারের সঙ্গে কথা বলেছি। মা এখনও প্রায় অজ্ঞান অবস্থাতেই রয়েছেন। বাবা হাসপাতালে। তাঁর সমস্ত দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে নজর রাখছেন’। তিনি জানান, ফোনে পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।