অনন্ত মহারাজের পা টিপছেন ভক্ত! উদয়ন বললেন মাথা ন্যাড়া করে ঘোল ঢালা উচিত

0
1

পা তুলে চেয়ারে বসে আছেন সদ্য নির্বাচিত এ রাজ্য থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ কোচবিহারের মহারাজ অনন্ত রায়(Ananta Roy)। আর তার পা টিপে দিচ্ছেন এক ভক্ত। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এই ভিডিও। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। রাজনৈতিক মহলেও তুঙ্গে সমালোচনা। ভাইরাল সেই ভিডিওকে হাতিয়ার করে এবার অনন্ত মহারাজকে একযোগে বিধলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Uadayan Guha)।

মন্ত্রী উদয়ন গুহ ভন্ড দাবি করেন। তিনি বলেন, এর মাথা ন্যাড়া করে ঘোল ঢালা উচিৎ। এরকম ছবি যার বের হয় তার মানুষের সামনে মুখ দেখানো উচিৎ না। মন্ত্রীর কথায়, “স্বঘোষিত মহারাজ নিজের ছেলের বয়সী একটা ছেলেকে দিয়ে পা টিপে নেয় তিনি নাকি কোচবিহারের মহারাজ হয়ে সাধারণ মানুষের সেবা করবেন এটা হাস্যকর। আর এ ধরনের একটা মানুষকে দেশের সর্বোচ্চ কক্ষে পাঠিয়েছে বিজেপি। এটা শুধু কোচবিহারের লজ্জা নপি, গোটা বাংলার লজ্জা গোটা দেশের লজ্জা।”

অন্যদিকে, তাঁর এই পা টেপানোর ভিডিও ভাইরাল হতে সাফাই গেয়েছেন অনন্ত মহারাজ। তাঁর কথায়, পায়ে ইউরিক এসিডের ব্যথা রয়েছে। তাই এক আত্মীয় কবিরাজি তেল মালিশ করে দিচ্ছিলেন। এটা নিয়ে অযথা বিতর্ক করা হচ্ছে।

প্রসঙ্গত, পৃথক কোচবিহার রাজ্য নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে অনন্ত মহারাজের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন। উত্তরবঙ্গ ও অসমের একটা বড় অংশের অনন্ত মহারাজের প্রভাব রয়েছে। ২০১৯ লোকসভা ভোট এবং ২০২১ বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারেও অংশ দিয়েছিলেন কোচবিহারের মহারাজ। তৃণমূলের সঙ্গেও তাঁর সখ্যতা ছিল। কিন্তু গত জুলাইতে তাঁর বাড়ি গিয়ে রাজ্যসভার প্রার্থী হওয়ার আবেদন জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। রাজি হয়ে যান মহারাজ। এবার তাঁর কীর্তি ফাঁস সোশ্যাল মিডিয়ায়।