হাওড়া শাখায় রক্ষণাবেক্ষণের কাজ, রবিবারে ফের বাতিল একগুচ্ছ ট্রেন!

0
2

আরও এক দুর্ভোগের উইকেন্ডে পেতে চলেছেন হাওড়া ব্যান্ডেল শাখার (Howrah Bandel Train Service) ট্রেন যাত্রীরা। রেলের তরফ (Eastern Railways) থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল যে হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের (Maintainence work in Howrah division) কাজ চলার কারণে আগামী রবিবার মেনলাইনের একগুচ্ছ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ফের দুর্ভোগ রেল যাত্রীদের। যদিও এটা প্রথম নয় গত দু সপ্তাহ ধরে একই ঘটনার সাক্ষী হতে হয়েছে প্যাসেঞ্জারদের। এমনিতেই রবিবার ট্রেনের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম তার ওপর এত ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। পূর্ব রেলের তরফে বলা হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া। কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং কয়েকটির যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারে বৈদ্যুতিকরণ(OHE)-এর কাজ হবে হাওড়া শাখায়, যার জন্য আগামী ৬ আগস্ট ব্যাহতভাবে ট্রেন চলাচল।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা:

হাওড়া থেকে: ৩৭২৩৫, ৩৭২৩৩, ৩৭২৩১, ৩৭৮২৭, ৩৭৬১১, ৩৭২৩৭, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭২৩৯, ৩৬০৩৩, ৩৭৯১৫

বর্ধমান থেকে: ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৭৮৩৬, ০৩৫১৯

ব্যান্ডেল থেকে: ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৭৪৯, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫২

কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৯৫, ০৩০৯৭

পাণ্ডুয়া থেকে: ৩৭৬১২

আসানসোল থেকে: ০৩৫১৮

চন্দনপুর থেকে: ৩৬০৩৪

আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬, ০৩০৯৮

নৈহাটি থেকে: ৩৭৫৩৫, ৩৭৫৩৭

রবিবার পরিবর্তিত ট্রেনের সূচি:

আপ ১৩০৩১ হাওড়া থেকে ১১টা ৫ মিনিটের পরিবর্তে ১২টা ৫ মিনিটে ছাড়বে।

ডাউন ১৩০৫৪ রাধিকাপুর থেকে বিকেল ৫ টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত পৌনে ৮টায় ছাড়বে।

আপ ১২৩৪৭ হাওড়া থেকে ১১টা ৫৫ মিনিটের পরিবর্তে সাড়ে ১২টায় ছাড়বে।

ডাউন ১২৩৪৮ রামপুরহাট থেকে ৪টা ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টা দেরিতে ছাড়বে।

৩৫০১৭ বর্ধমান থেকে দুপুর ২টোর পরিবর্তে ৩টের সময় ছাড়বে।
০৩০৫৯ কাটোয়া থেকে দুপুর ২টোর পরিবর্তে পৌনে ৩টেয় ছাড়বে।

০৩০৬১ কাটোয়া থেকে দুপুর ২টোর পরিবর্তে ৩টের সময় ছাড়বে।

৩১১৫১ শিয়ালদহ থেকে সকাল সওয়া ১০টার পরিবর্তে সওয়া ১১টায় ছাড়বে।