ইতিহাস গড়লেন ভারতের অদিতি গোপীচাঁদ স্বামী।তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। এই জয়ের ফলে অদিতিই ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করলেন। ব্যক্তিগত বিভাগে দেশের প্রথম তিরন্দাজ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ১৭ বছরের অদিতি স্বামী। অদিতি হারালেন মেক্সিকোর আন্দ্রেয়া বেসেরাকে। ম্যাচ জিতলেন ১৪৯-১৪৭ ব্যবধানে। শুক্রবার ভারতীয় মহিলা দল কমপাউন্ড বিভাগে সোনা জিতেছিল। সেই দলেও ছিলেন অদিতি।
মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন অদিতি। এই বছরের শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনুর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন তিনি। ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়েছিলেন অদিতি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন অদিতি। অদিতি গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ভারতের চতুর্থ মেয়ে হিসাবে সোনা জিতেছিলেন।
শুক্রবার বার্লিনে ইতিহাস লেখেন ভারতের মহিলা তিরন্দাজরা। প্রথমবার কমপাউন্ড তিরন্দাজিতে দেশকে সোনা এনে দেন ভারতের মেয়েরা। এর আগে তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় ভারত কখনও সোনা জিততে পারেনি। তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় এই প্রথম ভারত সোনা জিতেছে। ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামী। ফাইনালে ভারতীয় দল ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছেন মেক্সিকোকে।
আরও পড়ুন:দুরন্ত জয় মোহনবাগানের, ইউনাইটেড স্পোর্টসকে হারাল ২-০ গোলে