টম্যাটো কৃষকের উপর ফের হা*মলা, লক্ষাধিক টাকা লুট দুষ্কৃতীদের

0
2

বাজারে আকাশছোঁয়া দাম টম্যাটোর। এই পরিস্থিতিতে টম্যাটো চাষীদের উপর নানান আক্রমণের ঘটনা শিরোনামে এসেছে। কিছুদিন আগেই বেঙ্গালুরুতে এক কৃষকের ট্রাক ভর্তি টম্যাটো লুটের অভিযোগ উঠেছিল। এবার আরও এক লুটের ঘটনা প্রকাশ্যে এল। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় এক টোম্যাটো কৃষকের কাছ থেকে নগদ সাড়ে চার লক্ষ টাকা লুটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। লুটে বাধা দেওয়ায় পাল্টা কৃষকের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। শুক্রবারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই কৃষক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


আরও পড়ুনঃ টম্যাটো-তরজায় দাম্পত্যে চিড়! বাড়ি ছাড়লেন স্ত্রী

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত কৃষকের নাম লোকা রাজ। টোম্যাটো নিয়ে পালামেনারু বাজারে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে সাড়ে চার লক্ষ টাকা ছিল। বাজারে যাওয়ার সময় পাঁচ অজ্ঞাতপরিচয় যুবক তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। মদের বোতল দিয়ে কৃষককে আঘাত করা হয় বলেও অভিযোগ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


এদিকে জখম কৃষককে হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও তাঁর চিকিৎসা চলছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।