কুন্তল ঘোষের ২৫ লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

0
3

শিক্ষক নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষের ২৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।পরবর্তীতে বিচারপতি অমৃতা সিনহা একই নির্দেশ বহাল রাখেন। সেই জরিমানার উপরে শুক্রবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। লিখিত অভিযোগ করে কুন্তল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নাম নেওয়ার জন্য তদন্তকারী সংস্থা তার উপরে চাপ দিচ্ছে। এই অভিযোগের তীব্র বিরোধিতা করেন ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটেড জেনারেল এস ভি রাজু।

এদিন সুপ্রিম কোর্টে কুন্তলের আইনজীবী সিদ্ধার্থ দাভে জানান, কুন্তল ঘোষ নিজে হাইকোর্টে যাননি। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।অথচ কুন্তল ঘোষের উপরে ২৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কুন্তল ঘোষের হেফাজতে অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে যে ম্যাজিস্ট্রেটের এজলাসে শুনানি হচ্ছে, সেই ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, কুন্তল ঘোষের ম্যাজিস্ট্রেট স্তরে শুনানির ক্ষেত্রে এবং ২৫ লক্ষ টাকা জরিমানার স্থগিতাদেশের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ কার্যকর হবে না।কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে ইডির আইনজীবী তীব্র আপত্তি জানান। তিনি বলেন, কুন্তল ঘোষের গ্রেফতারি জানুয়ারি মাসে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পাবলিক মিটিংয়ে এই বক্তব্য রাখার পরই কুন্তল এই অভিযোগ করেন। দু’মাস তিনি এ ধরনের কোন অভিযোগই করেননি। তদন্তের ক্ষেত্রে নানা রকম সমস্যা করা হচ্ছে এটা তারই মধ্যে একটি।

কুন্তল ঘোষের আইনজীবী জানান, ইডি হেফাজতে থাকাকালীন জেল সুপারের মারফত একটি অভিযোগ করেন কুন্তল। সেই অভিযোগ হেস্টিংস থানায় পাঠানো হয়। ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কেন অভিযোগ জানাতে দু’মাস দেরি করা হল তা জানতে চায় সুপ্রিম কোর্ট। রিমান্ড ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হওয়া উচিত ছিল। বিষয়টি রিমান্ড ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন। ইডির তরফে জানানো হয়, ২৫ লক্ষ টাকা জরিমানার বিষয়ে তাদের কোনও মতামত নেই।এরপরই সুপ্রিম কোর্ট এই জরিমানার ওপর স্থগিতাদেশ দেয়।