সুস্থ হয়ে ওঠার পরেও যেসব মনোরোগীদের পরিবার তাদের বাড়ি ফিরিয়ে নিচ্ছেনা তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী ‘প্রত্যয়’। কলকাতা ও শিলিগুড়িতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এরকম দুটি আবাস পরিচালনা করছে বলে শুক্রবার রাজ্য বিধানসভায় জানান নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, যে সব মানসিক রোগি সুস্থ হয়ে গেছেন কিন্তু দেখভালের দরকার, অথচ পরিবার ফেরত নিচ্ছেন না ‘প্রত্যয়’ তাদের জন্য তৈরী হয়েছে। এই মুহুর্তে কলকাতা এবং বহরমপুরে দুটি প্রত্যয় আবাস তৈরি করা হয়েছে।

পাভলভ এবং লুম্বিনীর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই ধরণের সমস্যায় থাকা রোগিদের এই প্রত্যয়ে রাখা হচ্ছে। কলকাতা ও বহরমপুরে যথাক্রমে ১০০ জন আছে ও ৮০ জন আবাসিক আছেন। রাজ্য সরকার তাঁদের খরচ বহন করছেন। মনোরোগ থেকে সেরে ওঠা মানুষদের মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী ‘প্রত্যয়’। এক সময়ে বছর বছর কেটেছে লুম্বিনী পার্ক কিংবা পাভলভ হাসপাতালে। মানসিক রোগ থেকে মুক্তি পেলেও সমাজের ছুতমার্গ হয়তো পিছু ছাড়েনি। তাই নিজের বাড়ি ফেরা হয়নি। তাঁদের জন্যই নতুন সংসার পাতা হয়েছে। হয়েছে নতুন ঘর। মানসিক রোগ থেকে সেরে ওঠা সেই ব্যক্তিদের জন্য তৈরি হয়েছে ‘প্রত্যয়’। এখন আবাসিকেরা হয়ে উঠেছেন একে অপরের কাছের মানুষ। যেমন ওষুধ চলছিল, তেমনই চলছে। কিন্তু তার সঙ্গে নতুন করে স্বাধীন ভাবে জীবন গড়ার প্রস্তুতি হচ্ছে। রোজের জীবনের খুঁটিনাটি কাজ নিজে করে নেওয়ার অভ্যাসও করা হচ্ছে। আবার চলছে আয়ের ব্যবস্থা খোঁজার চেষ্টা। যে যেমন কাজ পারেন, তার ভিত্তিতেই করতে হবে চাকরির সন্ধান।
আরও পড়ুন- বেকারদের জন্য সুযোগ! নিখরচায় আইটিআই প্রশিক্ষণ দেবে রাজ্য, মিলবে ভাতাও






































































































































