ফের রাজস্থানে গণধ*র্ষণ! নবম শ্রেণির ছাত্রীকে অপহ*রণের ঘটনায় চা.ঞ্চল্য

0
3

রাজস্থানের দুঙ্গারপুরের (Dungarpur, rajasthan)এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় রাজস্থান জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ (Gang rape)করে খুনের পর এবার নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের (Gang rape) অভিযোগ উঠল ৩ অভিযুক্তের বিরুদ্ধে।

ধর্ষিতা নাবালিকা পুলিশকে জানিয়েছেন যে স্কুল থেকে ফেরার সময় তাঁকে কিডন্যাপ করা হয়। এরপর দূরে একটি জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে পালা করে দফায় দফায় ধর্ষণ করেন তিন অভিযুক্ত। তাঁদের মধ্যে একজন কিশোরীর পূর্ব পরিচিত বলে পুলিশ সূত্রে খবর। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।