হরমনপ্রীতের জোড়া গোল, জয় দিয়ে সিরিজ শুরু ভারতীয় হকি দলের!

0
1

চেন্নাইয়ের বুকে প্রতিদ্বন্দ্বী চিনকে ৭-২ গোলে পরাজিত করে এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy 2023) শুরু করল ভারত। তিনবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া (Indian Hockey team) প্রথম থেকেই আত্মবিশ্বাস ছিল।প্রথম কোয়ার্টারেই ভারত ২-০ তে এগিয়ে গিয়েছিল , পরপর পেনাল্টি থেকে জোড়া গোল অধিনায়ক হরমনপ্রীত সিং- এর (Harmanpreet Singh)। এরপরে ৩-০ করে দলকে এগিয়ে দেন সুখজিৎ সিং। দ্বিতীয় কোয়ার্টারের শুরু দিকে আকাশদ্বীপ চতুর্থ গোল করেন ঠিকই, তবে এই সময় রক্ষণের ভুলের চিনের (China)থেকে গোল হজমও করতে হয় হরমনপ্রীতদের।

 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে নিয়ে যান বরুণ কুমার। জিয়েসেং গাওয়ের দ্বিতীয় কোয়ার্টারে করা গোলের সাহায্যে চিন ফের ব্যবধান কমাতে থাকে। তখন স্কোরবোর্ড ভারত ৫- চিন ২। এরপরে বরুণ এবং মনদীপ একটি করে গোল করলে ভারতকে আর ফিরে তাকাতে হয়নি।