ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই জরিমানা

0
2

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি ভারতের। বৃহস্পতিবার হার্দিক পান্ডিয়ার দলকে ৪ রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হল দুই দলকে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের ম্যাচে সময়মতো নির্ধারিত ওভার শেষ করতে পারেনি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই।

নির্ধারিত সময় থেকে ভারত এক ওভার পিছিয়ে ছিল। তাই ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্যারিবিয়ানরা দুই ওভার পিছিয়ে থাকায় তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়েছে। দুই দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল ও পান্ডিয়া নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার কোনও শুনানির প্রয়োজন হয়নি।

ভারতের বিপক্ষে কাল আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৪৯ রান করে। অধিনায়ক পাওয়েলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩২ বলে ৪৮ রান। নিকোলাস পুরান ৩৪ বল খেলে করেছেন ৪১ রান।রান তাড়ায় ভারতের হয়ে তিলক ভার্মা ২২ বলে ৩৯ রান করলেও জয়ের স্বাদ পায়নি পান্ডিয়ার দল। ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ১৪৫ রানে। দুই দলের পাঁচ ম্যাচের সিরিজের পরের দুটি ম্যাচ হবে গায়ানায়। শেষ দুটি ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।