কমেছে সংক্রমণের মাত্রা, ব্লাড রিপোর্টও ভালোই, আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য

0
2

আগের থেকে অনেকটাই ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার আলিপুরের বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, তাঁর সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। এদিন সকালে করা রক্তপরীক্ষার রিপোর্ট নতুন করে উদ্বেগ বাড়ায়নি বলে খবর। তাঁকে অল্প স্যুপ খাওয়ানো হয়েছে। বিকেলে আমের রস খাওয়ানোরও পরিকল্পনা রয়েছে। তবে এখনই রাইলস টিউব খোলা হচ্ছে না।তিনি যাতে মুখ দিয়ে খাবার খেতে পারেন সেদিকেই বিশেষভাবে চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।


আরও পড়ুনঃকেমন আছেন বুদ্ধদেব! মেডিক্যাল বুলেটিনে কী জানালেন চিকিৎসকরা?

শুক্রবার হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধদেবকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। বুদ্ধদেবকে দেখেছেন পালমনোলজিস্ট ধীমান গঙ্গোপাধ্যায়। তিনি কিছু পরামর্শ দিয়েছেন। শুক্রবার বিকেলে আবার মেডিক্যাল বোর্ড বসবে।


গত শনিবার সকালে শারিরীক অবস্থার অবনতি হলে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।তারপর থেকে এখনও হাসপাতালেই রয়েছেন। যদিও অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, আপাতত পরিস্থিতির কোনও অবনতি হয়নি। নতুন কোনও চিকিৎসা শুরু করারও প্রয়োজন হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে। তিনি চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন। নিজের সুবিধা-অসুবিধার কথাও বলছেন।তবে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। এ ছাড়াও রয়েছে সংক্রমণ। যদিও সংক্রমণ আগের তুলনায় কমেছে। কিন্তু এখনও তিনি পুরোপুরি সংক্রমণমুক্ত নন। তাই স্যালাইনের মাধ্যমে তাঁকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তা শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়াও একাধিক ওষুধ চলছে তাঁর এবং ফিজিয়োথেরাপি করানো হচ্ছে।