আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাতে গ্রেফতার বাংলার তিন যুবক। ধৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি কালনা থানায়। অপরজন একজনের বাড়ি পূর্বস্থলী থানায়। একজনের বাড়ি হুগলির তারকেশ্বরে। ধৃতরা হল আবদুল শুকার আলি শেখ, আমন মালিক এবং সইফ নওয়াজ। রাজকোটের সোনিবাজার থেকে তিনজনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ ছেলেদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে গুজরাত সরকার।

গুজরাত এটিএস সূত্রে খবর, ৮ মাস ধরে পশ্চিবঙ্গের তিন যুবক রাজকোটের সোনি বাজারে থাকতেন। স্থানীয় যুবকদের ব্রেন ওয়াশের চেষ্টা করতেন তাঁরা। জানা গিয়েছে, ২০২১ সালে মধ্যপ্রদেশে আল কায়দা জঙ্গি মডিউল ধরা পড়ে। ধৃতরা সেই মডিউলের সঙ্গেও যুক্ত ছিল বলে দাবি গুজরাট পুলিশের। বাংলাদেশ থেকে আবু তালহা নামক এক হ্যান্ডলারকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেই ওই তিন জনের হদিশ মিলেছে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আবু তালহার সঙ্গে যোগ ছিল আমন মালিকের। সংগঠনের আরও এক সদস্য ফুরসন নামে ব্য়ক্তির সঙ্গেও সরাসরি যোগ ছিল তাঁর।








































































































































