মেক্সিকোয় ভয়া*বহ পথ দু.র্ঘটনা, হাইওয়ে থেকে খাদে বাস পড়ে মৃ.ত অন্তত ১৮

0
2

পশ্চিম মেক্সিকোয় ভয়াবহ পথ দুর্ঘটনা! হাইওয়ে থেকে খাদে পড়ল যাত্রীবাহী বাস পড়ে ভারতীয় সহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু। স্থানীয় সূত্রের খবর, ভারতীয় ছাড়াও, ডমিনিকান রিপাবলিক এবং আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক-সহ বাসটিতে প্রায় ৪২ জন যাত্রী ছিল। প্রাথমিক খবর অনুযায়ী, বাসটিতে অন্তত ৬ জন ভারতীয় নাগরিক ছিলেন।


আরও পড়ুনঃসাতসকালে লরির ধাক্কায় খুদে পড়ুয়ার মৃ.ত্যুকে ঘিরে অ.গ্নিগর্ভ বেহালা

স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে মেক্সিকোর উত্তরের শহর টিজুয়ানায় দিকে যাওয়ার পথে টেপিক শহরের বাইরে বাররাঙ্কা ব্লাঙ্কার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মনে করা হচ্ছে, প্রবল বেগে একটি বাঁক ঘোরার সময় রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় বাসটি। সন্দেহ করা হচ্ছে, বাসের বিদেশি যাত্রীরা সম্ভবত অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাচ্ছিলেন।বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।


নায়ারিত রাজ্য প্রশাসন তরফে জানানো হয়েছে, প্রায় ৪০ মিটার বা ১৩১ ফুট গভীর গিরিখাতে বাসটি পড়ে গিয়েছিল। তাই হতাহতদের উদ্ধার করা ছিল অত্যন্ত কঠিন। মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। সেই প্রক্রিয়া চলছে। মৃতদের মধ্যে অন্তত ৩ জন শিশু রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, আরও প্রায় ২০ জন কম-বেশি আহত হয়েছেন। তাঁদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।